কর’না ভাই’ রাসের কারণে বাংলাদেশ ক্রিকেট দল সব ধরনের ক্রিকেট থেকে বাইরে ছিল প্রায় এক বছর। তার কারনে হারলেন সাকিব তাও আবার সাইফুদ্দিনের কাছে।
আরো পড়ুন….
- বিশ্বের অন্যান্য খবর গুলো পড়তে এখানে দেখুন
- খেলা ধুলার সকল আপডেট খবর পেতে এখানে দেখুন
- বর্তমান সময়ে প্রযুক্তির খবর গুলো পেতে এখানে দেখুন
- করোনা মোকাবেলা ও স্বাস্থ্যের অন্যান্য টিপসগুলো এখান থেকে দেখুন
- এই মুহুর্তের সকল আপডেট খবর গুলো পেতে এই লিংকে ক্লিক করুন
তবে আশার কথা যে,ইতিমধ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোন আন্তর্জাতিক ম্যাচে মাঠে না নামলে চলতি মাসে প্রেসিডেন্ট কাপ এর মধ্য দিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। উল্লেখ্য যে করনা ভাইরাস চলাকালীন সময়ে সাইফুদ্দিন ও সাকিবের মধ্যে নির্ধারিত হয় বাজি। যেখানে বল হাতে থাকবেন সাইফুদ্দিন এবং ব্যাট হাতে থাকবেন সাকিব।
জিততে হলে সাইফুদ্দিনের দুই ওভারে ২২রান নিতে হবে সাকিব আল হাসানকে। এরই পরিপেক্ষিতে গত সোমবার ঢাকার মিরপুর সেন্ট্রাল উইকেটে মুখোমুখি হয় সাকিব সাইফুদ্দিন। তবে এ ক্ষেত্রে পুরোপুরি দুই ওভারের ম্যাচ না হলেও আট বলের একটি ছোট ম্যাচ অনুষ্ঠিত হয় বলে জানান সাইফুদ্দিন।
তিনি বলেন সাকিব তার করা চার বল থেকে মাত্র দুই রান নিতে সক্ষম হয়েছিলেন।
সাংবাদিকরা প্রশ্ন করলে একপর্যায়ে সাইফুদ্দিন বলেন।
সাকিবকে ক্রিকেট আইডল মানেন সাইফুদ্দিন। এবং হতে চান সাকিবের মত বড় অলরাউন্ডার।
এজন্য সাকিব কে অনুসরণ করেই সাকিবের চেয়ে ১কম ৭৪নাম্বার জার্সি নেন।সবশেষে তিনি বলেন, সামনে যে কোন একদিন মুখোমুখি হবে সাকিবের সাথে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলে সাইফুদ্দিন বলেন
সাকিব ভাই ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছে মাত্র 2 দিন এজন্য তিনি আরো কিছুদিন সময় চেয়েছেন। এবং সামনে যে কোন একদিন অনুষ্ঠিত হবে ম্যাচটি।
উল্লেখ্য যে সাকিব এবং সাইফুদ্দিন দুজনই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ দুজন অলরাউন্ডার এবারের বিশ্বকাপে (২০১৯) দুজনের পারফরমেন্সে ছিল উজ্জ্বল। সাকিব বল হাতে নেন ১১ টি উইকেট এবং ব্যাট হাতে সাত ম্যাচে ব্যাটিংয়ে নেমে করেন ৬০০ এর অধিক রান। অপরদিকে সাইফুদ্দিন সাত মাসে ৮৭রান করলেও বল হাতে সাকিবকে ছাড়িয়ে যান নেন ১৪টি উইকেট। তবে সবার আশা ছিল সাকিব জিতবে কিন্তু তা আর হয়ে উঠা হল না। হারলেন সাকিব শুধু একটাই কারন প্রাই এক বছর কোন রকম খেলা থেকে বিরত থাকার কারনে।